বাজারে এলজির নতুন মডেলের স্মার্টফোন

প্রকাশঃ জুলাই ১৫, ২০১৫ সময়ঃ ১১:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

g8 2নতুন মডেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন জি৪ বাজারে এনেছ এলজি। এটি তাদের সেরা মোবাইল জি৩-এর উত্তরসূরি হিসেবে বাজারে এসেছে।

এতে এ যাবৎকালের সবচেয়ে অ্যাডভান্সড ক্যামেরা রয়েছে। আছে এফ/১.৮ অ্যাপারচার লেন্স, লেজার অটোফোকাস সেন্সর এবং হাই-রেজ ইমেজ সেন্সর।

বাজারে এই মুহূর্তে এলজি জি৪-এর সঙ্গে একই রেঞ্জের অন্য ব্র্যান্ডের স্মার্টফোনগুলোর সমান প্রতিযোগিতা চলছে। এই ফোন ব্যবহারকারীরা পাবে অভিজ্ঞ ফটোগ্রাফার হওয়ার অনুভূতিও। এলজির নিজস্ব অ্যাডভান্সড প্রযুক্তির সঙ্গে অ্যানালগ পদ্ধতির সমাবেশে যোগ হয়েছে সর্বোচ্চ পারফরমেন্স।

ফোনটি ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেমে চলে। সঙ্গে আছে ৩২ জিবি ইএমএমসি রম, ৩জিবি র‌্যাম এবং ২টিবি মাইক্রোএসডি কার্ড সাপোর্ট সিস্টেম। ব্যাটারি খোলা যায়, যার শক্তি ৩০০০ এমএএইচ। এ ছাড়া ‘স্মার্ট বুলেটিন’ ফিচারের মাধ্যমে বিভিন্ন ডেটা সংগ্রহ করে। আর আছে ‘স্মার্ট নোটিশ’ ফিচার যা ব্যবহারকারীকে পরিবেশ অনুযায়ী বিভিন্ন কাজের পরামর্শ দেয়।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G