বাড্ডায় কাভার্ড ভ্যানের চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
রাজধানীর বাড্ডায় কাভার্ড ভ্যানের চাপায় জান্নাতুল ফেরদৌস মৌ (২১) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি রিকশায় তার এক বন্ধুর সঙ্গে মেরুল বাড্ডায় যাচ্ছিলেন। মৌ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জেনেটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী বলে জানা গেছে।
নিহত ছাত্রীর বন্ধু জর্জ রহমান সাংবাদিকদের জানান, রাত ৮টার দিকে তারা দুজন রিকশায় চড়ে উত্তর বাড্ডা থেকে মেরুল বাড্ডায় যাচ্ছিলেন। পথে তাদের মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে ‘সুবাস্তু টাওয়ার’ এলাকায় মৌ হঠাৎ রিকশা থেকে লাফ দেন। তখনই দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়।
তাকে উদ্ধার করে স্থানীয় বাড্ডা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। এখানে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জর্জ রহমান আরও জানান, মৌ মেরুল বাড্ডার একটি ছাত্রীনিবাসে থাকতেন। তার গ্রামের বাড়ি খুলনা সদরে।
এদিকে, মৌকে মৃত ঘোষণার পর ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জর্জ রহমানকে আটক করে। ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোজাম্মেল হক জানান, মৌ নিজেই লাফ দেয়, নাকি তাকে রিকশা থেকে ধাক্কা দেওয়া হয় তা খতিয়ে দেখা হচ্ছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় দায়ী কাভার্ড ভ্যানটি জব্দ ও এটির চালকের সহযোগীকে (হেলপার) আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মৌকে চাপা দেওয়ার পর পথচারী ও আশেপাশের লোকজন কাভার্ড ভ্যানটিকে আটক করে। এ সময় পরিস্থিতি বেগতিক বুঝে চালক পালিয়ে যায়। তবে হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
প্রতিক্ষণ/এডি/কনা