বাদ পড়লেন এমপির পছন্দের প্রার্থী

প্রকাশঃ ডিসেম্বর ২, ২০১৫ সময়ঃ ৬:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২২ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

meyor
OLYMPUS DIGITAL CAMERA

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মনিরুল হক তালুকদার। বাদ পড়লেন এমপির পছন্দের প্রার্থী সাহাবুদ্দিন তালুকদার। স্থানীয় বাছাই বোর্ডও সাহাবুদ্দিন তালুকদারের নাম প্রস্তাব করেছিলো কেন্দ্রীয় কমিটির কাছে।

মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভা নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় বাছাই বোর্ড আওয়ামী লীগের চুড়ান্ত প্রার্থী তালিকায় মনিরুল হক তালুকদারের নাম প্রকাশ করেছেন। মঙ্গলবার মধ্যরাতে এ খবর ছড়িয়ে পড়লে গণসংযোগ বন্ধ করে দেন অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার। এমপি ডা. মোজাম্মেল হোসেনের ঘোষনা অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে তিনি প্রচার প্রচারনা ও গণসংযোগ চালিয়ে আসছিলেন এবং মনোনয়ন পত্রও সংগ্রহ করেছেন।

বর্তমান মেয়র মনিরুল হক প্রথমে আওয়ামী লীগ ও পরে বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন। গেল ৫ জানুযারীর জাতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করেন। এ নিয়ে স্থানীয় এমপি’র সাথে দ্বন্দ্ব আরো তীব্র হয়। আসন্ন নির্বাচনে মনিরুল হক আওয়ামী লীগ থেকে মনোনয়ন দাবী করেন। কিন্তু দলীয় গ্রুপিং ও এমপির সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ায় মনিরুল হকের বিরোধীতা করেন এমপি গ্রুপ। এ গ্রুপটি মনিরুল হককে দল থেকে বহিস্কারও করে।

কিন্তু শেষ পর্যন্ত কথিত সেই বহিস্কৃত নেতাই পেলেন নৌকা। অবসান হলো সকল জল্পনা কল্পনা ও বহিস্কার নাটকের।

প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G