বান্দরবানে যৌথ বাহিনী-সন্ত্রাসী গোলাগুলিতে নিহত ১
জেলা প্রতিবেদক
বান্দরবানের রুমা উপজেলায় অপহৃত পর্যটকদের উদ্ধার অভিযানের সময় যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য নেশন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। রোববার দুপুর ১২টার দিকে রুমা সীমান্তে এ ঘটনা ঘটে।
রুমা জোনের স্টাফ কর্মকর্তা লে. রাফি বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর থেকেই সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি শুরু হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক যায়নি।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর বান্দরবানের রুমায় বেড়াতে এসে সেপ্রুপাড়া থেকে গাইডসহ দুই পর্যটক অপহৃত হন। পরে ওই দুই পর্যটককে উদ্ধারে মাঠে নামে যৌথবাহিনী।
এর আগে রোববার গভীর অরণ্যে সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা থেকে একটি এক্সপ্লোসিভ হ্যান্ড গ্রেনেড, একটি রাইফেল গ্রেনেড, একটি অত্যাধুনিক মার্ক-২ রাইফেল, সাতটি ম্যাগজিনসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা।
প্রতিক্ষণ/এডি/এনজে