বাল্য বিয়েঃ কাজীসহ ৩ জনের কারাদণ্ড

প্রকাশঃ জুন ১৩, ২০১৫ সময়ঃ ৬:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৭ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি:

marry১৪ বছর বয়সের এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহ পন্ড করে কাজী-বরসহ তিনজনকে কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। উপজেলার দক্ষিণ কুড়িমারা গ্রামের আব্দুল ওয়াহাব মিয়ার মেয়ে শিখা আক্তার ৮ম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের আব্দুল ওয়াহাবের মেয়ে শিখার সঙ্গে চর-কাওনা গ্রামের মো. পিয়েল মিয়ার (২০) বিয়ের কাজ-সম্পাদন হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান সেখানে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। ভ্রাম্যমাণ আদালতে সাব-কাজী মোহাম্মদ আলীকে ২০ দিন, বর পিয়েল ও বরের বাবা মো. আলাল উদ্দিনকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠায়।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G