বাল্য বিয়ে প্রতিরোধে আলোচনা সভা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৬ সময়ঃ ৩:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৫ অপরাহ্ণ

তোফায়েল হোসন জাকির (গাইবান্ধা প্রতিনিধি)

indexগাইবান্ধার সাদুল্যাপুরে রসুলপুর ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রসুলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার বানু লাকী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, থানার এসআই মাহাবুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রভাত চন্দ্র অধিকারীসহ ইউপি সদস্য, কাজী ও স্থানীয় অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তাগণ বাল্য বিবাহের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় উপস্থিত অভিভাবকগণ বাল্য বিয়েকে ‘না’ ঘোষণা করেন।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G