বাসে পেট্রোলবোমা, দগ্ধ ৩

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ৭:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

petrolরাজশাহীর তানোরে যাত্রীবাহী চলন্ত বাসে পেট্রোলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছে ৩ যাত্রী।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার মুণ্ডুমালা পৌরসভা এলাকার বুড়াবুড়ির মোড়ে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মুণ্ডুমালা এলাকার খাদিজা (২৫), কলেজছাত্র আনোয়ার (২২) ও চাঁপাইনবাবগঞ্জ এলাকার রাসেল (২৬)।

যাত্রীদের কয়েকজন জানান, সিয়াম পরিবহন (মৌলভিবাজার-জ-০৪-০০৯৯) নামের বাসটি রাজশাহী থেকে তানোর হয়ে আমনুরার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বুড়াবুড়ির মোড়ে পৌঁছালে ৩ থেকে ৪ জন বাসের সামনে থেকে চালককে লক্ষ্য করে দুটি পেট্রোলবোমা ছুড়ে মারে। বোমটি চালকের কাছেই বাসের বাইরের অংশে গিয়ে লাগে। এতে বাসের বাইরে ও ভেতরে ছড়িয়ে পড়তে শুরু করে আগুন। ওই সময় তিন যাত্রী দগ্ধ হয়।

চালক দ্রুত বাস থামিয়ে যাত্রীদের নেমে যেতে সহযোগিতা করেন। পরে দগ্ধদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আগুন দেবার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রতিক্ষণ /এডি/বাদল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G