বিএনপির ইফতার অনুষ্ঠানে বাধার অভিযোগ

প্রকাশঃ জুন ৩, ২০১৭ সময়ঃ ২:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৫ অপরাহ্ণ

আবুল বাশার:

সারা দেশে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘কোথাও কোথাও সরকারি দলের সঙ্গে যোগসাজস করে পুলিশ চড়াও হচ্ছে, আক্রমণ হচ্ছে। গতকাল (শুক্রবার) কেরানীগঞ্জে এই ধরনের ঘটনা ঘটেছে যা গণমাধ্যমেও এসেছে।’

তিনি বলেন, ‘এই ধরনের আক্রমণ বা বাধা প্রদান শুধু রাজনৈতিক দলের ওপর আক্রমণ নয়, ধর্মীয় অনুষ্ঠানের ওপরও এই সরকার আক্রমণ করছে। যাকে আমরা মনে করি যে, মানুষের মৌলিক অধিকারকে হরণ করা হচ্ছে। আমরা সরকারের এহেন প্রতিবন্ধকতা ও আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি।’

গত শুক্রবার ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বায়তুল আমান জামে মসজিদে ইফতার অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন আয়নাল, লেচু ওরফে লেচ্ছা ও জাহের আলীর নেতৃত্বে সশস্ত্র হামলার ঘটনা তুলে ধরেন মির্জা ফখরুল।

ঐ ঘটনার পর দলের নেতা আমানউল্লাহ আমানের কেরানীগঞ্জের বাড়িতে হামলার বিষয়টি উল্লেখ তিনি বলেন, ‘আমানউল্লাহ আমান একজন প্রতিথযশা রাজনীতিবিদ, ডাকসুর ভিপি ছিলেন। তার বাড়িতে আক্রমণ হয়েছে। এই থেকে বুঝা যায়, কোনো দলের রাজনৈতিক নেতা বা কর্মী কেউই এখন নিরাপদ নয়, যখন আমান সাহেবের মতো নেতারাও আজ নিরাপদ থাকছেন না।’

‘আমরা মনে করি, সরকার ও সরকারি দলের এহেন কর্মকাণ্ড গণতন্ত্রের জন্য শুভ নয়। এই থেকে প্রমাণিত, দেশের গণতন্ত্র নেই, গণতন্ত্রকে তারা ধ্বংস করছে।’

আমানউল্লাহ আমানের বাড়িতে হামলাসহ হযরতপুর ইউনিয়নের বায়তুল আমান মসজিদে হামলার ঘটনা বিচার দাবিও করেন ফখরুল।

রাঙ্গামাটিতে পাহাড়িদের শতাধিক বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে এর তদন্ত দাবি করেছেন বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ নেতা আমানউল্লাহ আমান, আহমেদ আজম খান, হাবিবুর রহমান হাবিব, শামসুল আলম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আসাদুল করীম শাহিন, শাম্মী আখতার, যুব দলের মোরতাজুল করীম বাদরু প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G