বিএনপি জয়ী হতে পারবে না: ১৪ দল
প্রতিক্ষণ ডেস্ক
বিএনপি আগামীতেও কোনো নির্বাচনে জয়ী হতে পারবে না বলে মনে করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
সোমবার বিকালে রাজধানীতে ১৪ দলীয় জোটের এক মানববন্ধনে জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বিএনপি নেতাদের উদ্দেশ করে বলেন, আপনারা পাকিস্তানপ্রেম বন্ধ করুন। আপনাদের নির্বাচনে পরাজিত করেছি, ভবিষ্যতেও কোনো নির্বাচনে আপনারা জয়ী হতে পারবেন না। ২০১৯ সালের নির্বাচনে আসুন, দেখি কে জয়ী হয়।
মুক্তিযুদ্ধ নিয়ে খালেদা জিয়ার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ জানাতে সোমবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা শহরের এক প্রান্ত গাবতলী থেকে অন্য প্রান্ত যাত্রাবাড়ী পর্যন্ত বিভিন্ন স্থানে মানববন্ধন করে ক্ষমতাসীন জোট।
বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান সিনেমা হল থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত অংশে মানববন্ধনে কোতোয়ালী থানা আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ শরিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
মানববন্ধনে ঘোষণা দেওয়া হয়, বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ও স্বাধীনতাবিরোধীদের অপকর্মের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে ২৪ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত রাজধানী ছাড়া দেশের সব জেলা ও উপজেলা শহরে মানববন্ধন করবে ১৪ দলীয় জোট।
৭১ সালের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের প্রসঙ্গ তুলে মানববন্ধনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, বিএনপি তাদের জন্য মায়াকান্না করে বাঁচাতে না পেরে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে।
তাদের এই ষড়যন্ত্র নস্যাৎ করতেই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আজ আমরা রাজপথে নেমেছি।
সবাই স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেছে দাবি করে ১৪ দলের সমন্বয়ক নাসিম বলেন, এটা আমাদের প্রতিবাদের ভাষা, শান্তির ভাষা। আমরা কোনোদিন জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করিনি, এখনও করব না।
মানববন্ধনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, আনিসুর রহমান মল্লিক, কামরুল আহসান, কিশোর রায়, জাহাঙ্গীর আলম ফজলু, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজিদুল ইসলাম খান, ন্যাপের আব্দুর রশিদ সরকার, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান সেলিম, শরীফ নুরুল আম্বিয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা মুকুল চৌধুরী ও শাহে আলম মুরাদ অংশ নেন।
প্রতিক্ষণ/এডি/ফর