বিজিবির ওপর মিয়ানমার বিচ্ছিন্নতাবাদীদের হামলা

প্রকাশঃ আগস্ট ২৬, ২০১৫ সময়ঃ ১:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

bgbথানচি উপজেলার বড় মদক এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পে হামলা চালিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সদস্যরা।

বুধবার সকালে আরাকান আর্মি নামের বিচ্ছিন্নতাবাদী এই গ্রুপের গুলিতে বিজিবির নায়েক জাকির গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে।

রেমাক্রি ইউপি চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা জানান, সকাল ৯টায় বড় মদক বাজারের নিকটবর্তী বিজিবি ক্যাম্পে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির সদস্যরা গুলি ছোড়ে। এ ঘটনায় বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করে। বিচ্ছিন্নতাবাদীদের আচমকা হামলায় নায়েক জাকির গুলিবিদ্ধ হয়েছেন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। বন্ধ হয়ে গেছে স্থানীয় দোকানপাট।

বিজিবি’র সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, বান্দরবানের বড় মদকে বিজিবি টহলদলের উপর মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা বুধবার সকাল সাড়ে ৯টায় আক্রমণ করলে বিজিবিও পাল্টা আক্রমণ করে। এ ঘটনায় বিজিবির একজন নায়েক আহত হন।

ঘটনাস্থল থেকে বিজিবি’র আহত সদস্যকে উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমন্বিত আক্রমণ পরিচালনার জন্য হেলিকপ্টারযোগে ওই এলাকায় অতিরিক্ত বিজিবি ও সেনা সদস্য পাঠানো হয়েছে।

প্রতিক্ষন/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G