বিজিবি সদস্য গুলিবিদ্ধ, ১০৮ রোহিঙ্গা আটক

প্রকাশঃ মার্চ ৬, ২০১৫ সময়ঃ ৩:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

images (2)রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশকালে বর্ডার গার্ড বিজি্বির সঙ্গে গুলিবিনিময়ে এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হন। এসময় ১০৮ রোহিঙ্গাকে আটক করে বিজিবি। শুক্রবার দুপুরে উপজেলার উখিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বিজিবি সদস্য ফজলুল হককে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শাহ আলমগীর নামে এক দালালকে আটক করা হয়েছে।

বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান জানিয়েছেন, সকাল থেকে ওই সীমান্ত এলাকায় বিজিবির বালুখালী বিওপির সদস্যরা অনুপ্রবেশকালে ১০৮ রোহিঙ্গাকে আটক করে। এসময় রোহিঙ্গাদের আশ্রয়দানকারী পানবাজার এলাকার দালালরা বিজিবিকে বাধা দেয়। পরে গ্রামবাসী ও বিজিবির মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যাযে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে বিজিবির সুবেদার ফজলুল হক গুলিবিদ্ধ হয়।

খবর পেয়ে কক্সবাজার সেক্টর থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। দুপুর ১২টার দিকে পরিস্থিতি শান্ত হয়ে আছে। এতে আহত বিজিবি সদস্যকে উখিয়া হাসাপতালে ভর্তি করা হয়েছে। আটক রোহিঙ্গাদের মিয়ানমারের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় শাহ আলমগীর নামে এক দালালকে আটক করা হয়েছে।

বিজিবি কর্মকর্তা সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান আরও জানান, স্থানীয় কিছু দালাল প্রতিনিয়ত রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশে সহযোগীতা করে এবং বিজিবির কার্যক্রমকে বাধাগ্রস্থ করে। শুক্রবার সকালেও স্থানীয় ওই দালালরা রোহিঙ্গা আটকে বাধা দিলে সংঘবদ্ধ হয়ে এসে বিজিবির উপর হামলা চালায়।

সংঘর্ষ চলাকালে বিজিবির চার রাউন্ড গুলি বর্ষণের কথা স্বীকার করেছেন তিনি।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G