এমন কুসুম কাননে পুস্প পত্র পল্লবিত অনাচ্ছাদিত আচ্ছাদনে রাঙিয়াছে যে রমনী; জীবনের ভারে রজ্জু মস্তকাবনত। তবু হার নাহি মানে পড়ন্ত পুস্প শতদল। জ্বালায়ে সান্ধ্য বাতি, দূর হতে তোমা পানে লাগিল যে নেশার ঘোর। যাহা চাই তাহা পাই না, হে মোর বিদায় বেলার সাঁঝের আয়না। তুমি ধীরলয়ে চল, পেশিতে পাও না গতি; তবু কোথা হতে খুঁজি
..বিস্তারিত