বিটুবি বাস্তবায়নে আসছে মালেশিয়ার প্রনিনিধি দল

প্রকাশঃ আগস্ট ৮, ২০১৫ সময়ঃ ৩:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

b2bবাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নেওয়ার বিষয় চূড়ান্ত করতে সন্ধ্যায় ঢাকা আসছে মালয়েশিয়া সরকারের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের লেবার কন্স্যুলার মো. সায়েদুল ইসলাম মুকুল এ তথ্য জানান ।

লেবার কন্স্যুলার জানান, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ওহাব বিন মোহাম্মদ ইয়াসিনের নেতৃত্বে ওই প্রতিনিধি দল ১৭ আগস্ট পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। তারা এই সফরে বেসরকারিভাবে বিজনেস টু বিজনেস(বি টু বি) পদ্ধতিতে শ্রমিক নেওয়ার বিষয়টি চূড়ান্ত করবে।

এ দিকে মালয়েশিয়া সরকারের প্রতিনিধিদল ঢাকায় আসার একদিন আগেই চলে এসেছে দেশটির `বিতর্কিত` প্রযুক্তি প্রতিষ্ঠান রিয়েল টাইমের প্রতিনিধিরা। কোম্পানির নির্বাহী চেয়ারম্যান দাতো আবদুল হাকিম হামিদির নেতৃত্বে ৫ সদস্যের দলটি শুক্রবার মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছে।

বিশেষ সুত্র হতে জানা যায়, সরকারি পর্যায়ে আলাপের আগেই শনিবার বায়রা নেতাদের সঙ্গে বৈঠক করবেন রিয়েল টাইমের নেতারা। কারণ, মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিক নেওয়ার প্রক্রিয়াটি এককভাবে নিতে চাইছে রিয়েল টাইম নেটওয়ার্ক এর এসডিএনবিএইচডি(SDNBHD) নামে মালয়েশিয়ার এক প্রযুক্তি প্রতিষ্ঠান।

বেসরকারি জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রা সভাপতি আবুল বাশার বলেন, বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া যাবেন তাদের সেখানে নিরাপত্তা, ইন্স্যুরেন্সসহ নানা সুবিধা থাকবে। অভ্যন্তরীণ খরচ বাদে কর্মীদের কোনো খরচ হবে না। আমরা (রিক্রুটিং এজেন্সি) মালয়েশিয়ান নিয়োগকর্তার কাছ থেকে কমিশন পাব মাত্র।’

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে, সরকারের জোরালো মনিটরিং ছাড়া বাজারটিতে আবারো দালালদের রাজত্ব প্রতিষ্ঠিত হতে পারে।

প্রসঙ্গত, নানা জটিলতায় প্রায় চার বছর বন্ধ থাকার পর ২০১২ সালে সরকারী পর্যায়ে বা জি টু জি পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে দু`দেশ সম্মত হয়। এ প্রক্রিয়ায় অন্তত ১০ লাখ কর্মী পাঠানোর লক্ষ্যে সারাদেশ থেকে কর্মী বাছাই করা হলেও মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়েছে মাত্র সাড়ে সাত হাজার কর্মী।

প্রতিক্ষণ/এডি/ইমতিয়াজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G