বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৫
প্রতিক্ষণ ডেস্কঃ
ঝড়বৃষ্টির মধ্যে ট্রান্সফরমার বিস্ফোরিত হওয়ার ঘটনায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার খামার গাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন নিহত হয়েছেন।
রোববার রাতে পর পর তিনটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এরপর পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
এতে ঘটনাস্থলেই একজন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন মারা গেছেন।
নিহত পাঁচজন হলেন তরিকুল (২৩), হাবু মিয়া (২২), লোকমান (৩৫), তফিল উদ্দিন (২২) ও মোসাফ আলী (৪০)। এদিকে আহতরা হলেন, আবু হাসান সিরাজ , তার স্ত্রী বাচ্ছাই ও প্রতিবেশী মোসাব আলী, রেজাউল করিম, নাইম ইসলাম, রতনা বেগম, জহুরা বেগম, সাজু মিয়া, রশিদুল ইসলাম, তহদ্দি মামুদ ও মানিক হোসেন।
নিহত পাঁচজনের বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ, রংপুর মেডিকেলের সার্জন ডা. মো. বাসেদ ও গাড়াগ্রামের প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে।
জানা গেছে, ট্রান্সফরমার বিস্ফোরণের পর পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পুরো গ্রাম বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট ১৩ জনকে রংপুর মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রতিক্ষণ/এডি/আরএম