বিপদসীমার উপরে তিস্তার পানি

প্রকাশঃ জুলাই ২, ২০১৫ সময়ঃ ৯:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

Tistaতিস্তা নদীর  পানি বিপদ সীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।পরিস্থিতি বিবেচনায় নিয়ে এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাংলাদেশ অংশের তিস্তা অববাহিকায় সতর্ক অবস্থা জারি করেছে।

নীলফামারীর ডালিয়া পয়েন্টে বুধবার দুপুর থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। রাত ১২টা নাগাদ নদীর পানি বেড়ে ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে।

বৃহস্পতিবার সকাল ৬টায় পানি আবারও বেড়ে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ড ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বুধবার দুপুর ১২টায় তিস্তা ডালিয়া পয়েন্টে বিপদ সীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। বেলা ৩টায় তা বেড়ে ১০ সেন্টিমিটার, সন্ধ্যায় ৬টায় ৩০ সেন্টিমিটার এবং রাত ৯টায় বিপদসীমার ৪০সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে।

এর ফলে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার হাজার হাজার মানুষের ঘর বাড়ি বানের পানিতে তলিয়ে গেছে।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G