ক্রীড়া ডেস্ক
বিপিএলের ৯ম আসরের সূচী ৫টি ভাগে ভাগ করেছে আয়োজক কমিটি। তার মধ্যে প্রথম পর্বটি শেষ হয়ে গেছে গতকাল ১০ জানুয়ারী।
৬,৭, ৯ ও ১০ মোট চার দিনে ৮টি ম্যাচ মিরপুরের উইকেটে অনুষ্ঠিত হয়েছে। টানা ৪ দিনই মাঠে নামা মাশরাফির সিলেট স্ট্রাইকার পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে।
এবার বিপিএলের দ্বিতীয় পর্ব মাঠে গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে ১৩ জানুয়ারী থেকে। চলবে ২০ জানুয়ারী পর্যন্ত।
চট্টগ্রামের উইকেটে ১৩ জানুয়ারী দুপুরের ম্যাচে নিজেদের হোম গ্রাউন্ডে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলবে তারকায় ভরা ফরচুন বরিশালের বিপক্ষে। আর সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্স।
২০ জানুয়ারীর পর বিপিএলে আবার চলে আসবে মিরপুরের উইকেটে। ঢাকায় তৃতীয় পর্বে ২৩ ও ২৪ জানুয়ারী ম্যাচ হবে ৪টি। এরপর ৪র্থ পর্ব সিলেটে তারপর শেষ পর্ব মিরপুরে।