ক্রীড়া প্রতিবেদক
৯ম আসর শুরু হয়ে গেছে আজ তিন দিন অতিবাহিক হয়ে গেছে। অথচ পুরো দেশ জুড়ে
যে বিপিএল নিয়ে চায়ের আড্ডায় আলোচনার ঝড় উঠে, সেই বিপিএল ২০২৩ এবার
সাধারণ মানুষের আলোচনার বাইরে চলে গেছে। হতবাক করা একটি অধ্যায় এবারের ৯ম আসরের বিপিএল।
শুরু থেকেই বিপিএল নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে। সাথে সাকিব আল হাসানের
মন্তব্য অনেকটাই বিপিএলকে পেছনের দিকে ঢেলে দিয়েছে।
রাস্তায় চলার পথে, বাসে বা চায়ের দোকানে বিপিএল ছিল আলোচনার বিষয় বস্তু।
সেসব এখন শুধুই স্মৃতি, এখন আর এ সব দৃশ্য চোঁখে পড়ে না। কা্উকে বিপিএল
নিয়ে প্রশ্ন করা হলে জবাব আসে ‘বিপিএল নিয়ে আগ্রহ নেই’। কেন? জানতে চাইলে
এক দোকানী জবাবে বলেন, এটা কি বিপিএল না অন্য কিছু। বিপিএলের সেই আকর্ষণ
কি এবার আছে? সেই চমক তো নাই।’ আসলেই তাই আগের ৮টি আসরের বিপিএলের সেই চমক আজ হারিয়ে গেছে।
তাই তো এখন পাড়া-মহল্লার চায়ের দোকান গুলোতে বিপিএলের বদলে ভারত-শ্রীলঙ্কার টি-২০ ম্যাচ দেখা যায়। অথচ সে সময় বিপিএলের দ্বিতীয় ম্যাচ
সরাসরি সম্প্রচার হচ্ছে! এটাই বাস্তবতা, বিপিএলের প্রতি আগ্রহ হারিয়ে মানুষ এখন ভিন দেশের ক্রিকেট
সিরিজে আগ্রহী হয়ে উঠেছে।