বিপিএল ৯ম আসর – সিলেটের অনুশীলন শুরু (ছবি)

প্রথম প্রকাশঃ জানুয়ারি ২, ২০২৩ সময়ঃ ৭:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৩ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

বিপিএল ৯ম আসরে দল ঘোষণাটা যেমন আগে করেছে তেমনি অনুশীলনটাও আগেই শুরু করেছে সিলেট স্টাইকারস।

গেল বছর ১৯ অক্টোবর সোনার গাঁও হোটেল জমকালো আয়োজনে নিজেদের আগমণের কথা ঘোষণা দেয় সিলেট স্ট্রাইকার।

দলটিতে মাশরাফিকে টেনে বড় কিছুর আভাস দিয়ে রেখেছে।

অনুশীলন পর্বেও তাদের সে ইঙ্গিত ছিল স্পর্শ। আজ বিসিবির একাডেমী মাঠে অনুশীলন পর্ব শেষ।

বিদেশীদের নিয়ে সিলেটের ভেতরের পরিকল্পনা নিয়ে বিশেষ কিছু জানালেন না সিলেটের মিডিয়া টিম। তবে চ্যাম্পিয়নের জন্য লড়বে এবার সিলেট এটা আগাম জানিয়ে রেখেছেন মাশরাফি বিন মুর্তজা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G