এ. কে.এম.মাহফুজুর রহমান:
জাগতিক তটরেখা আদিম হিংস্রতায় ওলটপালট হয়
নৈতিক স্খলনে মনুষ্যেত্বর অধঃপতনে পশুত্বের জয়
এতে আত্মার দর্শন নয় বিবেকের ধর্ষণ হয় !
তরণীর বিশ্বাসের সর্বনাশ আর অবুঝ মেয়ের আর্তনাদ
চিৎকার – চেঁচামেচি আর ধস্তাধস্তিতে মনুষ্যত্ব বরবাদ
দিনভর – রাতভর পালাক্রমে বনানীতে পশুর ভোগবাদ !
বনানীর রেইনট্রিতে সেই রাতে বিশ্বাস খসে পড়ে
বন্ধুত্বের বিশ্বাস দুমড়েমুচড়ে তরুণীর চোখে বৃষ্টি ঝড়ে
এতে আত্মার দর্শন নয় বিবেকের ধর্ষণ হয় !
জনতার আচরণ : উপলব্ধি – অনুধাবন
অর্থই অনর্থ : সব দখল করেছে রাবন
এটি আত্মার দর্শন নয় বিবেকের ধর্ষণ !
প্রতিবাদ নেই – প্রতিরোধ নেই
প্রত্যাশা নেই – প্রতীক্ষা নেই
প্রগতির প্রদীপের প্রতীক নেই !
বিদ্রোহ নেই , বিপ্লব নেই
আশা নেই – ভাষা নেই
এমনকী প্রতিক্ষণের বিদঘুটে পরিস্থিতিতে হতাশাও নেই !
যেন হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই
যেন বিশ্বাস বলে কোথাও কিছু অবশিষ্ট নেই
এটি আত্মার দর্শন নয় বিবেকের ধর্ষণ !
জনতার আচরণ – ” আমার তো কিছু হয়নি ,
নিজে বাঁচলে বাপের নাম , যাক বাবা বাঁচা গেল ! “
এটি আত্মার দর্শন নয় বিবেকের ধর্ষণ !
গাজীপুরে পিতা শিশু কন্যা ধর্ষণের বিচার চেয়েছিলেন
আত্মশ্লাঘায় দু’জনই ট্রেনের নিচে আত্মসমর্পণ করেছিলেন
চারদিকের মানুষেরা যাঁর যাঁর মতন ব্যস্ত ছিলেন !
শোষণের নাগপাশ ছিন্ন করে ভয়কে করতে হবে জয়
” শক্তের ভক্ত নরমের যম ” – কীভাবে রীতিনীতি হয় ?
এতে আত্মার দর্শন নয় বিবেকের ধর্ষণ হয় !
ক্ষমতার দাপটে টাকার কুমিরেরা ধরাকে করছে সরা জ্ঞান
সহজ – সরল – অসহায় জনতা দেখেও দেখছে না
এটি আত্মার দর্শন নয় বিবেকের ধর্ষণ !