বিমান তৈরি হবে চামড়ার বর্জ্যে

প্রকাশঃ সেপ্টেম্বর ২০, ২০১৫ সময়ঃ ৪:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

planeচামড়া দিয়ে জুতা, ব্যাগসহ বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়, যা আমরা সবাই জানি। কিন্তু ওইসব শিল্পে চামড়া কাজে লাগানোর পর চামড়ার যে আবর্জনা অংশ বা বর্জ্য থাকে তা দিয়ে মূল্যবান কিছু তৈরি করা যায় এ কথা হয়তো আপনি আগে কখনও শুনেননি।

তবে হ্যাঁ, চামড়ার আবর্জনা দিয়ে বিমান ও কম্পিউটারের যন্ত্রাংশের মতো দামি জিনিস তৈরি করা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

ভারতের তামিল নাড়ুর সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী চামড়ার বর্জ্য থেকে এক ধরনের ন্যানো-যৌগিক পদার্থ তৈরি করার পথ আবিষ্কার করেছেন যা দিয়ে মোটর গাড়ি, মোটর বাইক ও বিমানের বডি তৈরি করা যাবে। পাশাপাশি ইলেক্ট্রিক্যাল সুইচ, কম্পিউটার ক্যাবিনেটও তৈরি করা যাবে বলে জানায় ওই বিজ্ঞানীরা।

 


সবাই যা পড়েছে

পৃথিবীর যত আজব তথ্য

গাছের ডালে ছাগল

ভয়ংকর ৫ নারী খুনি

যে ৫টি দেশে কখনও সূর্য অস্ত যায় না!

একটি গাছে ৯ টি বাড়ি!


 

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G