চট্টগ্রাম প্রতিনিধি
বাংলাদেশের ফুটবলে বিশ্বকাপ মানেই তো আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা। সেই বিশ্বকাপে আজ কাতারের মাটিতে সি গ্রুপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বিশ্ব তারকা ফুটবলার মেসি।
কিন্তু বিশ্ব ফুটবলকে হতবাক করে দিয়ে প্রতিপক্ষ যারা ফিফার তালিকায় ৫১তম তারা ২-১ গোলের ব্যবধানে ৩ নম্বর দল আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে।
এতে যেন আকাশ ভেঙ্গে পড়েছে মেসি ভক্তদের মাথার উপর।
বাংলদেশের মেসি মানেই যেন অন্য কিছু। সেই অন্য কিছু দেখতেই পুরো দেশের ফুটবল ভক্তরা যে যেভাবে পেরিয়ে টিভির সামনে হাজির হয়েছে।
সেটা হউক ঘরের টিভির সামনে বা রাস্তায় টানা ৯০ মিনিট দাঁড়িয়ে খেলা দেখা! তাতে সমস্যা নেই, কারণ মেসির খেলা দেখতে হবে। তাতে যদি রাস্তায় যানজটও লেগে যায় পরোয়া নেই কারো।
আজ চট্টগ্রাম শহরে বড় বড় শো রুমের সামনে রাস্তায় দাঁড়িয়ে মেসির আর্জেন্টিনার খেলা দেখেছে হাজার হাজার ভক্ত। রাস্তায় হেটে যাবার উপায় ছিল না। কিন্তু বিশ্বকাপের খেলা বলে কথা, তাও আবার মেসির খেলা, জট লাগলেই কি?