ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ২০২২, কিকঅফ হয়ে গেল। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর বাংলাদেশ সময়ে রাত ১০টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতার ২-০ গোলে হেরে গেছে। প্রতিপক্ষ ইকুয়েডর ম্যাচের প্রধমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায়।
প্রথমার্ধে ইকুয়েডরের একটি আক্রমণ ব্যাকটেকেল করে কাতারের ডিফেন্ডার। ঘটনাটি ছিল কাতারের ডি বক্সের ভেতরে, কারণে রেফারি পেনাল্টির ঘোষণা দিতে দ্বিতীর বার চিন্তা করেনি। ১-০ গোলে এগিয়ে থাকা ইকুয়েডর প্রথমার্ধের ৪৫ মিনিটে ২-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়লেও দ্বিতীয়ার্ধে জোড়াল আক্রমণ করেও গোল আদায় করতে পারেনি।
তবে ভাগ্য খারাপই বলতে হবে কাতারের, কারণ ফিনিসিংয়ের অভাবে গোল থেকে বঞ্চিত হয়েছে। তা না হলে ম্যাচটি ড্র-ও হতে পারত। ফিফার র্যাঙ্কিংয়ে কাতার ৫০ আর ইকুয়েডর ৪৪তম অবস্থানে।
কাল সন্ধ্যা ৭টায় ইরান বনাম ইংল্যান্ড আর সেনেগাল বনাম নেদারল্যান্ড মুখোমুখি হবে।
সূত্র : ফিফা