বিশ্বের প্রথম ঘূর্ণায়মান ভবন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৭ সময়ঃ ৪:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

05বিশ্বের প্রথম ঘূর্ণায়মান ভবন নির্মাণ করা হচ্ছে দুবাইয়ে। ভবনটির নাম দেয়া হয়েছে ‘দ্য ডায়নামিক টাওয়ার হোটেল’। ৮০ তলা এই ভবনটি মাটি থেকে উঠে যাবে ১৩৭৫ ফুট উঁচুতে। কংক্রিটের ভিত্তির ওপর নির্ভর করে পুরো ভবনটিই ঘুরতে সক্ষম।

জানা গেছে, ভবনটি পুরোপুরি ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যেতে পারবে। যে কেউ চাইলে নিজের অ্যাপার্টমেন্টটিও ঘুরিয়ে নিতে পারবে। এক্ষেত্রে ঘোরার গতিও নিজের ইচ্ছেমতো 10ঠিক করে নেয়া যাবে। ভয়েস কমান্ড করেও ঘূর্ণায়মান অবস্থা বন্ধ করা যাবে। নিজস্ব শক্তিতে পরিচালিত হবে এই ভবন।

আনুভূমিক ৭৯টি উইন্ড টার্বাইনের মাধ্যমে এতে শক্তি উৎপন্ন হবে। যা ভবনের নিচে স্থাপন করা হবে। এছাড়াও ছাদে থাকবে সৌরশক্তির প্যানেল।

ঘূর্ণায়মান এই ভবনটি নির্মাণের প্রথম পরিকল্পনা করা হয় ২০০৮ সালে। এর প্রস্তাব করেন ইতালিয়ান স্থপতি ডেভিড ফিশার। ভবনটি তৈরিতে ব্যয় ধরা হয়েছে ৩৫০ মিলিয়ন ডলার। ভবনের প্রতিটি অ্যাপার্টমেন্টের দাম পড়বে কমপক্ষে ৩০ মিলিয়ন ডলার।

ভবনটির স্থাপত্যবিষয়ক এক ওয়েবসাইটে বলা হয়েছে, আধুনিক জীবনের এক অনন্য উদাহরণ এই ভবন সর্বোচ্চ মানের সেবা ও বিলাসিতার ক্ষেত্রে যে কারও ধারণাকেও ছাড়িয়ে যাবে। আগতদের জন্য থাকার ব্যবস্থা এবং সুবিধা দিতে থাকবে এখানে থাকবে আধুনিক সব প্রযুক্তি।

 

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G