বিস্ফোরক দমনে ড্রোনের ব্যবহার
মাহমুদ এইচ খান, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের নাসিরপুরে বিস্ফোরক শনাক্তে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ড্রোন। অভিযানে জঙ্গিরা নিরব হয়ে যাওয়ার পর ভেতরে তাদের অবস্থান জানতে এবং বিস্ফোরক শনাক্ত করার জন্য ক্যামেরা সম্বলিত ড্রোন ব্যবহার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।
নাসিরপুরের জঙ্গি আস্তানায় অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে সিটিটিসি’র প্রধান মনিরুল ইসলাম বলেন, বিভিন্ন গোয়েন্দা সূত্র ও তথ্যের ভিত্তিতে আমরা জানতে পাই জঙ্গিরা বিপুল পরিমাণ ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিয়ে অবস্থান করেছে ও জঙ্গি আস্তানার গেটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে সেসব বোমা, গ্রেনেড ও বিস্ফোরক তারা রেখেছে।
পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের উপ-কমিশনারের সাথে পরামর্শ করে অভিযানের গুরুত্ব এবং বিস্ফোরকের ধরন ও পরিমাণ বিবেচনা করেই অপারেশনের পরিকল্পনা প্রণয়ন করা হয়। ঢাকা থেকে আনা হয় ড্রোন। পরে আমরা এই ড্রোন দিয়ে সেগুলোর ছবি তুলি এবং ছবি দেখে সঠিক পরিকল্পনার মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।’
পুলিশের সিটিটিসির প্রধান এ সময় আরো বলেন, এখানে যারা নিহত হয়েছেন তারা নব্য জেএমবির সদস্য বলে আমাদের কাছে তথ্য ছিলো। তার প্রমাণ হল সিলেট ও সীতাকুন্ডের জঙ্গিদের সাথে তাদের অস্ত্র ও বিস্ফোরকের মিল রিয়েছে।
এদিকে অপর জঙ্গি আস্তানাটিতে বড় কোনো জঙ্গি রয়েছে বলে ধারণা পুলিশের। নাসিরপুরের অভিযান শেষে এখন শহরের বড়হাট এলাকার আরেকটি জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান।
মৌলভীবাজরের জঙ্গিবিরোধী অভিযানের সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মাহমুদ এইচ খান। এ বিষয়ে সর্বশেষ তথ্য পেতে প্রতিক্ষণের সাথে থাকুন।
প্রতিক্ষণ/এডি/শাআ