বৃদ্ধার তলোয়ার নিয়ে লড়াই
প্রতিক্ষণ ডেস্কঃ
অনেকেই শুনেছেন এবং টিভি পর্দায়ও দেখেছেন তলোয়ার নিয়ে যোদ্ধার ভূমিকা্য় কাউকে অভিনয় করতে অথবা গল্পের প্রয়োজনে বড় পর্দায় মাঝে মাঝে যোদ্ধার বেশে অনেককেই লড়াই করতে দেখা যায়।
স্বাভাবিকভাবে যুদ্ধের ময়দানে শত্রুপক্ষকে তাড়া করতে যোদ্ধা আপন শক্তিতে তলোয়ার চালিয়ে যান। কিন্তু অস্বাভাবিকভাবে এবারই ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর কেরালার বাসিন্দা ৭৩ বছরের এই বৃদ্ধা ইন্টারনেটে রীতিমত আলোড়ন তুলে ফেলেছেন তার তলোয়ার কেরামতি দেখিয়ে।
ভারতের প্রাচীন মার্শাল আর্টের একটি ধরন ‘কালারিপায়াত্তু’তে বিশেষ দক্ষ এই বৃদ্ধা। আর এতেই তারকা হয়ে উঠেছেন তিনি।
মার্শাল আর্টের এই কৌশল নতুন প্রজন্মের কাছে বিশেষ করে নারীদের কাছে পৌঁছে দিতে চান ৭৩ বছরের নারী মীনাক্ষী আম্মা।
প্রতিক্ষণ/এডি/আরএম