বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু: মৃত্যু ২

প্রকাশঃ আগস্ট ২, ২০১৫ সময়ঃ ১০:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

DDDরাজধানীতে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। এমনকি এই ডেঙ্গু রোগে গত বছর কারো মৃত্যু না হলেও এ বছর রাজধানীতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা গেছে, রাজধানীর বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ডেঙ্গু হেমারেজিক ফিভার (ডিএইচএফ) এ আক্রান্ত হয়ে মারা গেছেন আবু সাইদ (৪৪) নামের এক ব্যক্তি।

তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার শখীপুর থানার তারাবুনিয়া গ্রামে। তিনি গত ১৪ জুন জ্বর নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২০ জুন তার মৃত্যু হয়।

এছাড়া ৩১ জুন ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে ডেঙ্গু শকড্ সিনড্রোম ফিভার (ডিএসএফ) এ আক্রান্ত হয়ে সায়েবা তাসরিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও রোগ নিয়ন্ত্রণ সেল ইনচার্জ ডা. আয়েশা আক্তার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ দু’জনের মৃত্যুর খবর সোমবার বিকেলে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবু সাইদ গত ২০ জুন ও সায়েবা তাসরিন ৩১ জুন মারা যান। সংশ্লিষ্ট হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তারা তাকে জানিয়েছেন, ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে তারা দু’জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন।

 

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G