বৃহস্পতিবার থেকে রাতে দূরপাল্লার বাস

প্রকাশঃ মার্চ ১২, ২০১৫ সময়ঃ ৮:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

Bangladesh Country Wide Strikeহরতাল-অবরোধে নাশকতার আশঙ্কার মধ্যেই রাত ৯টার পর দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করবে।

বৃহস্পতিবার সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ একথা জানান।

এর আগে রাতে দূরপাল্লার বাস চলাচলে নিষেধাজ্ঞা ছিল।

এ অবস্থায় গত ৯ ফেব্রুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের বৈঠকে রাত ৯টার পর মহাসড়কে বাস না চালানোর সিদ্ধান্ত হয়। আজকে বৈঠকের পর বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ  বলেন, রাত ৯টার পর দূরপাল্লার বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

 বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহসহ মালিক-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কুমিল্লার চৌদ্দগ্রাম, বরিশালের গৌরনদী, গাইবান্ধার পলাশবাড়ি, তুলশীঘাট, নওগাঁ এবং রংপুরকে ঝুঁকিপূর্ণ স্থান নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। সরকার ও মালিক পক্ষের ওই সিদ্ধান্তের এক মাস পর বৃহস্পতিবার সারাদেশে দূরপাল্লার বাস চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।

সহিংসতায় ক্ষতিপূরণ প্রসঙ্গে খন্দকার এনায়েত উল্লাহ বলেন, বাস চলাচলে ক্ষতিগ্রস্তদের সরকার ক্ষতিপূরণ দেবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও সাংবাদিকদের বলেন, আজ বৃহস্পতিবার রাত থেকেই মহাসড়কে দূরপাল্লার বাস চলবে।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G