বেনাপোলে বিএসএফের গুলিতে ২ গরু ব্যবসায়ী আহত
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
যশোর: যশোরের বেনাপোল সীমান্তের পুটখালীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
আহতরা হলেন- পুটখালী গ্রামের আহম্মদ আলীর ছেলে ফারুক (৩০) ও একই গ্রামের মিজানুর রহমানের ছেলে আলম হোসেন (২৩)।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুটখালী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প কমান্ডার আব্দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবি ও স্থানীয়রা জানায়, শনিবার ভোরে ফারুক ও আলম সীমান্ত এলাকায় গরু বাঁধতে যায়। এসময় ভারতের আঙ্গাইল সীমান্তের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তারা গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বিজিবি ও স্থানীয়রা তাদের উদ্ধার করে নাভারন হাসপাতালে প্রেরণ করে। পরে তাদের যশোর হাসপাতালে প্রেরণ করা হয় বলে স্থানীয়রা জানান।
২৩ বর্ডার গার্ড বিজিবির পুটখালী ক্যাম্পের সুবেদার আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, বিএসএফ মহাপরিচালকের বেনাপোল ও পুটখালী সীমান্ত পরিদর্শনের পরদিনই বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হওয়ার এই ঘটনা ঘটল।
প্রতিক্ষণ/এডি/শিলা