ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ১০০ তারকার তালিকা প্রকাশ করলো ফোর্বস ম্যাগাজিন। এর মধ্যে জায়গা করে নিয়েছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন, সালমান খান ও অক্ষয় কুমার।
অমিতাভ ও সালমান–দুজনেই রয়েছেন তালিকার ৭১ নম্বরে। দুজনেরই বার্ষিক আয় ৩ কোটি ৩৫ লাখ ডলার। কিছুটা পিছিয়ে ৭৬ নম্বরে অবস্থান করছেন অক্ষয়। তার আয় ৩ কোটি ২৫ লাখ ডলার। এই তিন বলিউড সুপারস্টারের পরে যারা জায়গা পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন এমিনেম, লিওনার্দো ডিক্যাপ্রিও, ব্রিটনি স্পিয়ার্স ও জেনিফার লোপেজ।
এদিকে, প্রথম দশজনের মধ্যে নাম লিখিয়েছেন গায়িকা কেটি পেরি, টেইলর সুইফট, ব্রিটিশ ব্যান্ড ওয়ান ডিরেকশন, মিউজিশিয়ান গার্থ ব্রুকস ও জাস্টিন টিম্বারলেক।