বৈদেশিক মুদ্রা ও ২০ কেজি গাঁজাসহ আটক মোট ৭ জন

প্রকাশঃ নভেম্বর ১২, ২০২২ সময়ঃ ৪:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১০ অপরাহ্ণ

সুজা তালুকদার চট্টগ্রাম থেকে

বিপুল বৈদেশিক মুদ্রা ও অবৈধ তেলসহ ৬ জন এবং বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জন কোস্ট গার্ডের অভিযানে চট্টগ্রাম বহিঃনোঙরে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রাম বহিঃনোঙরে অবস্থানরত বৈদেশিক বাণিজ্যিক জাহাজ সমূহের প্রয়োজনীয় রসদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমোদিত এজেন্সি কর্তৃক সরবরাহ করা হয়ে থাকে।

তবে কতিপয় অসাধু ব্যবসায়ী/চোরাকারবারীরা কোন এজেন্সি বা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিভিন্ন সময় বিভিন্ন বৈদেশিক জাহাজে রসদ, গ্যাস সিলিন্ডার, অবৈধ মোবাইল সিম কার্ড ও অন্যান্য পন্য শুল্ক ফাঁকি দিয়ে জাহাজে পাচার করে আসছে। এই পাচারের সুযোগ নিয়ে প্রায়শই বিভিন্ন জাহাজে ছিচকে চুরি ও ডাকাতির ঘটনাও ঘটে থাকে যার ফলে বন্দর ও দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। গোপন সংবাদের ভিত্তেতে জানা যায়, একটা অসাধু চক্র চট্টগ্রাম বহিঃনোঙরে অবস্থিত MV BAO YU জাহাজে বাংলাদেশ সরকারকে শুল্ক ফাঁকি দিয়ে খাদ্য দ্রব্য, গ্যাস সিলিন্ডার ও মোবাইল সিম কার্ড ডলারের বিনিময়ে পাচার করবে।

এরই ধারাবাহিকতায় আজ বেলা ৩টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন MV BAO YU জাহাজের পাশে ১ টি স্পিড বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক স্পিড বোটটি ধাওয়া করে আটক করা হয়।

এ সময় বোট ও বোটে থাকা ৬ জন ব্যক্তিকে তল্লাশী করে আনুমানিক দেড় লক্ষ টাকা মূল্যমানের বৈদেশিক মূদ্রা, ৬৪০ লিটার ডিজেল, ১০০০ শলাকা বিদেশী সিগারেট, ৭ টি মোবাইল সেট ও পাচারকার্যে ব্যবহৃত স্পীড বোটটি জব্দ করা হয়। আটককৃত ৬ জন ব্যক্তি ও জব্দকৃত মালামাল সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, ১২ নভেম্বর আনুমানিক সাড়ে ৪টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ কোস্টগার্ড স্টেশন বরিশাল কর্তৃক লেফটেন্যান্ট এম আতাহার আলী এর নেতৃত্বে বরিশালের সদর উপজেলাধীন কীর্তনখোলা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকা হতে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ (এম ভি সুরভী-০৭) তল্লাশী করে রক্ষিত অবস্থায় ০২টি ব্যাগ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ সময় গাঁজা বহনকারী নুর মোহাম্মদ রমজান (২৩) নামক ১ জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ কবির মিয়ার ছেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন চরচাতোলা গ্রামের বাসিন্দা। পরবর্তীতে জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বরিশাল সদর থানায় হস্তান্তর করা হয়।

সূত্র : কোস্ট গার্ড চট্টগ্রাম 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G