সাহাদাত সাঈদ
রমনার বটমূলে
গাই গান প্রাণ খুলে
বৈশাখ এলে,
ষোল আনা বাঙালী
হয়ে যায় কাঙালী
বৈশাখে গেলে।
বারো হাত শাড়িতে
যে নারী জড়াতে
আপনার মহিমা,
শাড়িটা বাদ দিয়ে
শার্ট আর প্যান্ট নিয়ে
ভেঙ্গে দিল গড়িমা।
পান্তা ভাত আর কাঁচা লঙ্কায়
যে বাঙালী সুখ পেত
মনের সুখে সকাল বেলা
আয়েশ করে পান্তা খেত।
আজ তারা গেল কৈ ?