বৈশাখে ছেলেরা যা লক্ষ্য রাখবেন

প্রকাশঃ এপ্রিল ১২, ২০১৫ সময়ঃ ৬:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৬ অপরাহ্ণ

rangএই বৈশাখে মেয়েরা ব্যস্ত তাদের সাজগোজ নিয়ে। কী পড়বে, কী করবে, কেমন দেখাবে এই আর কী। ছেলেদের সাজের কথা বেমালুম ভুলে গেছে রমনীকূল। তাদেরতো ইচ্ছে করে নিজেকে বৈশাখী আমেজের সাথে যুক্ত করতে। ইচ্ছে করলেইতো শুধু হবে না। তার জন্য চাই আগাম প্রস্তুতি। যেমনটা মেয়েরা নিয়ে থাকে। ছেলেদের সাজগোজের পরিধি যেহেতু কম তাই সারাদিন যাতে নিজেদের প্রাণবন্ত লাগে সেই ব্যবস্থা করা উচিত।

বৈশাখের ভ্যাপসা গরমে যেন ক্লান্ত না লাগে,তেমনি কিছু টিপস ছেলেদের জন্যঃ

-বৈশাখ উদযাপনের ২ দিন আগেই শেইভ করে নেওয়া উচিত।

-হেয়ার কাট দিতে চাইলে ১৫দিন আগে হেয়ার কাট দিয়ে নিন।

সম্ভব না হলে কমপক্ষে ৩-৭ দিন আগে হেয়ার কাট দিয়ে দেওয়াটা সঠিক হবে।এতে করে চুলে একটি সুন্দর শেইপ আসে।

-খুব বেশি এক্সপেরিমেণ্টাল হেয়ার কাট এই উৎসব এর সময় দেওয়া উচিত না। হেয়ার কাট চেহারার সাথে না মানালে উৎসব এর আনন্দটাই মাটি হয়ে যায়।54-compressed

– অনেকে এই কড়া রোদে ভালোভাবে দেখতে পান না তারপরও দেখা যায় সানগ্লাস নেওয়ার কথা বেমালুম ভুলে গেছেন। সানগ্লাস আপনার চোখকে রোদ থেকে সুরক্ষিত করবে।C__Data_Users_DefApps_AppData_INTERNETEXPLORER_Temp_Saved Images_20786_10203506696571321_4885460049302977968_n

-বৈশাখের আগের রাতে সারারাত জেগে থাকা উচিত না এতে পরেরদিন ক্লান্ত লাগে।

-বৈশাখের অনুষ্ঠানে এমন পোশাক পরা উচিৎ যাতে আপনি সাচ্ছন্দ্য বোধ করেন।

-বৈশাখি উৎসবে বন্ধুদের সাথে যাওয়ার আগে মুখে সানব্লক লোশন ব্যবহার করা উচিৎ, এই কড়া রোদের হাত থেকে বাঁচতে।

-আপনার তক যদি তৈলাক্ত হয় তাহলে সাথে রাখতে পারেন ওয়েট টিস্যু।

-চুলে এই সময় হার্ড জেল ব্যবহার না করাই ভালো। যদি সম্ভব হয় হার্ড জেল এড়িয়ে চলুন।

 

 

তাজিন/প্রতিক্ষণ/এডি/শারমিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G