বোটানিস্ট এসোসিয়েশন অব ময়মনসিংহ-এর সংবর্ধনা
গোলাম রাসেল,ময়মনসিংহ প্রতিনিধি
বিজ্ঞানমনস্ক সব্যসাচী সংগঠক প্রফেসর মো:জাকির হোসেন ঐতিহ্যবাহী সরকারী আনন্দমোহন কলেজের অধ্যক্ষ নিযুক্ত হওয়ায় বোটানিস্ট এসোসিয়েশন অব ময়মনসিংহ এক সংবর্ধনার আয়োজন করে। শনিবার(৩১অক্টোবর) বিকেল ৪টায় মুসলিম ইন্সটিটিউট প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সহযোগী অধ্যাপক মো:আজহারুল ইসলাম। অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর মো:জাকির হোসেন সম্পর্কে আলোচনা করেন,অধ্যক্ষ শাহাবুদ্দীন সাহেব,আনন্দমোহন কলেজ সাবেক ভিপি এড.মোয়াজ্জেম হোসেন বাবুল সহ অন্যান্য অতিথিববৃন্দ।
বোটানিস্ট এসোসিয়েশন অব ময়মনসিংহ-এর বর্তমান সভাপতি ও মুসলিম ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক প্রফেসর মো:জাকির হোসেন ১৯মে ২০১৫ সালে আনন্দমোহন কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন।
তিনি ১৯৭৬সালে এইচ.এস.সি ও ১৯৮০ এ কলেজ থেকে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে অনার্স পাশ করেন। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান অধ্যক্ষ প্রফেসর মো:জাকির হোসেন কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
অধ্যাপক মানিকলাল সাহা এর সভাপতিত্বে সংবর্ধনার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড:মোহীত উল আলম।এবং বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক জনাব মুস্তাকীম বিল্লাহ ফারুকী ও পুলিশ সুপার মঈনুল হক।
প্রতিক্ষণ/এডি/বিএ