বোমা হামলায় জর্ডানের ৬ সেনা নিহত

প্রকাশঃ জুন ২১, ২০১৬ সময়ঃ ৭:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

ob_4f79cc_syrie-jordanie-usa

সিরিয়া-জর্ডান সীমান্তে গাড়ি বোমা হামলায় ৬ জর্ডানি সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরো ১৪ জন আহত হয়েছেন। জর্ডান কর্তৃপক্ষ সংবাদ সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত এই বোমা হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী। জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশনে ওই হামলাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে জর্ডানের কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার সকালের দিকে সিরিয়া সীমান্তের কাছে আল-রুকবান জেলার শরণার্থী শিবিরের সীমান্ত প্রহরীদের লক্ষ্য করে ওই গাড়ি বোমা হামলা হয়েছে।

চলতি মাসে দ্বিতীয় দফায় জর্ডানের বাহিনী লক্ষ্য করে হামলার ঘটনা ঘটলো। এর আগে, রাজধানী আম্মানের বাইরে বাকা শরণার্থী শিবিরে গোয়েন্দা দফতরে হামলায় পাঁচ গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে দেশটির একজন কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানান, সন্ত্রাসী হামলায় ৬ সেনা নিহত ও আরো ১৪ জন আহত হয়েছে।

উল্লেখ্য, এই শরণার্থী শিবিরে বাস করেন অন্তত ৭০ হাজার উদ্বাস্তু।

কর্তৃপক্ষ জানায়, জর্ডান সীমান্ত ও শরণার্থী শিবিরের মধ্যবর্তী স্থানে গাড়ি বোমাটি বিস্ফোরিত হয়েছে। এতে ছয় সেনা নিহত হন ও আরও অনেক সেনা আহত হন।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G