বোমা হামলার প্রস্তুতির সময় ৩ হেলপার আটক
রাজধানীর পল্লবীতে বাসে বোমা হামলার প্রস্তুতির সময় সাতটি তাজা ককটেল, দুই কেজি পাথর এবং পাঁচটি জর্দার কৌটাসহ বাসের ৩ হেলপারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পালিয়ে যাবার সময় এদের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে ঢাকা মেডিকেলে ভর্তি করে পুলিশ। জানা যায়, রিদয়, স্বপন ও ইসমাইল- এরা তিনজনই শেকড় পরিবহন নামক বাসের হেলপার।
দিনের বেলায় হেলপার হিসেবে কাজ করলেও রাতে ককটেল হামলার জন্য ভাড়ায় খাটেন তারা। দু:খজনক হলেও সত্যি নিজেরা একটি বাসের হেলপার হয়েও সোমবার রাতে সেফটি পরিবহন নামক আরেকটি বাসে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছিল তারা।
গোপন সংবাদের ভিত্তিতে, মিরপুরের পল্লবীতে অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা।
তবে অভিযানের সময় পালিয়ে যেতে চাইলে পুলিশের গুলিতে আহত হয় ইসমাইল। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে গণমাধ্যকর্মীদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে বলে‘ আমাকে রনি বলেছে ঐ বাসে ককটেল মার তাইলে ট্যাকা পাবি’।
তবে রনি নামে কাউকে আটক করতে পারেনি পুলিশ। পল্লবী থানার পুলিশ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন,‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই ককটেল হামলার প্রস্তুতির কথা স্বীকার করেছে। তবে এক বাসের হেলপারকে আরেক বাসে ককটেল হামলার জন্য ব্যবহার করার বিষয়টি দুর্ভাগ্যজনক ছাড়া আর কি হতে পারে’।