ব্যাপক দরপতন পুঁজিবাজারে
দেশের দুই স্টক এক্সচেঞ্জে বুধবার ব্যাপক দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৮০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। তবে এদিন দুই বাজারেই আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ ডিএসইতে ২৮১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩৪ কোটি ৭৫ লাখ টাকা বা ১৪ শতাংশ বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ২৪৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার।
উল্লেখ্য, বুধ ও বৃহস্পতিবার ২০ দলীয় জোটের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন আজ। এতে পুঁজিবাজারের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চলতি বছরের প্রথম থেকেই হরতাল-অবরোধের মতো সহিংস ঘটনা ঘটছে দেশে। সামনে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে, এমন আশঙ্খায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাইডলাইনে সরে গেছে। এতে পুঁজিবাজারে পতনের ধারা কাটছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বুধবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ২৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান সূচক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৮৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৩৪ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৪ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- সি অ্যান্ড এ টেক্সটাইলস, লাফার্জ সুরমা সিমেন্ট, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, গ্রামীণফোন, এনভয় টেক্সটাইল, বেক্সিমকো, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, অগ্নি সিস্টেমস লিমিটেড, ব্রাক ব্যাংক এবং বেক্সিমকো ফার্মা।
এদিন সিএসইতে ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ২১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৬২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ১৯৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।
প্রতিক্ষণ/এডি/নীলয়