ব্রিটেনে পুরুষদের মধ্যে আত্নহত্যার প্রবণতা বেশি

প্রকাশঃ নভেম্বর ২, ২০১৫ সময়ঃ ৭:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

StopSuicide2ব্রিটেনে যতো সংখ্যক তরুণ আছে তার প্রায় অর্ধেক কখনো না কখনো আত্মহত্যা করার কথা চিন্তা করেছে, ‘ক্যাম্পেইন এগেইন্সট লিভিং মিজারেবলি’ এর এক সমীক্ষাতে এ তথ্য উঠে এসেছে ।

যুক্তরাজ্যের সমীক্ষাটিতে দেখা গেছে, গত বছর ৬,১০০ জনেরও বেশি আত্মহত্যা করেছে এবং তাদের ৭৬ শতাংশই পুরুষ।

সমীক্ষাটি আরো বলছে, আত্মহত্যাকারীদের অর্ধেকেরও বেশি তাদের আবেগ অনুভূতি নিয়ে কখনও কারো সাথে কথাও বলেনি। কারণ এর ফলে অন্যেরা উদ্বিগ্ন হয়ে পড়তে পারে বলে তাদের আশঙ্কা।

এই সমীক্ষাটি যারা পরিচালনা করেছে সেই ‘ক্যাম্পেইন এগেইন্সট লিভিং মিজারেবলি’র কর্মকর্তা জেন পাওয়েল বলেছেন, পুরুষদের মধ্যে এই আত্মহত্যার প্রবণতা বেশি। তাদের বেশিরভাগেরই বয়স ৪৫ বছরের নিচে।StopSuicide

তিনি বলেন, এই সমীক্ষা থেকে এটা স্পষ্ট যে এই বিষয়ের ওপর আরো বেশি নজর দেওয়া প্রয়োজন। প্রয়োজন লোকজনকে সচেতন করে তোলা। সংস্থাটি আজ যুক্তরাজ্যে এবিষয়ে বড়ো ধরনের একটি প্রচারণা শুরু করেছে।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G