ব্র্যাক কর্মকর্তাকে গুলিঃ ১৬ লাখ টাকা ছিনতাই
প্রতিক্ষণ ডেস্কঃ
পাবনা সদর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের হিসাবরক্ষককে গুলি করে ১৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হিসাবরক্ষক আলিম উদ্দিনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পাবনা-ঈশ্বরদী সড়কের বালিয়াহালট ব্রিজের কাছে দিনে-দুপুরে এ ঘটনা ঘটে।
ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, হিসাবরক্ষক আলিম উদ্দিনসহ তিনজন কর্মকর্তা পূবালী ব্যাংক পাবনা শাখা থেকে সদস্যদের মধ্যে ঋণ বিতরণের জন্য ১৬ লাখ তুলে শাখায় ফিরছিলেন। তাঁরা মোটরসাইকেলে ছিলেন।
তিনজন পাবনা-ঈশ্বরদী মহাসড়কের বালিয়াহালট ব্রিজের কাছে পৌঁছালে মোটরসাইকেল আরোহী কয়েকজন ছিনতাইকারী তাদের গতি রোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। তাদের বাধা দিতে গেলে ছিনতাইকারীরা হিসাবরক্ষক আলিম উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে স্থানীয়রা আলিম উদ্দিনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে বলে জানান রফিকুল ইসলাম।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ব্র্যাক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যাংকের স্টেটমেন্ট তুলে পরীক্ষা করা হচ্ছে। তবে এত টাকা উত্তোলনের আগে পুলিশকে কিছুই জানানো হয়নি বলে ওসি জানান।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া