ভাইবারসহ পাঁচ সেবা অনিশ্চিত

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ১১:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৯ অপরাহ্ণ

প্রযুক্তি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

v all appsভাইবার, ট্যাঙ্গোসহ পাঁচটি ভয়েস এবং মেসেজিং সেবা বন্ধের সময়সীমা

আজ বুধবার মধ্যরাত পর্যন্ত থাকলেও আজ চালু হবে কি না, তা এখনও  অনিশ্চিত ।

বিটিআরসির শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তার কাছে জানতে চাইলে তাঁরা এ বিষয়ে কিছুই জানাতে পারেননি।

মুঠোফোন কোম্পানি কিংবা আইজিডব্লিউগুলোর কাছেও এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি বলে জানা গেছে।
নিরাপত্তার কারণ দেখিয়ে গত শনিবার ভাইবার ও ট্যাঙ্গো সাময়িকভাবে বন্ধ করার পর সোমবার বিটিআরসির এক নির্দেশনায় সময়সীমা ২১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত করা হয়। পাশাপাশি হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের আরও তিনটি ভয়েস এবং মেসেজিং সেবা বন্ধ করারও নির্দেশনা দেওয়া হয়।

বিটিআরসির এ নির্দেশনার পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং অনলাইনগুলো তীব্র সমালোচনায় মুখর হন এর ব্যবহারকারীরা। অনেকের মধ্যে আশঙ্কার কথাও উঠে আসে। সামাজিক যোগাযোগের জনপ্রিয় অন্যান্য মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আসে কি না, এ নিয়ে শঙ্কিত ব্যবহারকারীররা।

প্রতিক্ষণ/এডি/মাসুদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G