ভারতে জঙ্গি হামলায় নিহত ৮

প্রকাশঃ জুলাই ২৭, ২০১৫ সময়ঃ ১:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

joসকালবেলাতেই জঙ্গি হামলায় রক্তাক্ত হলো ভারত। আজ ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলায় একটি পুলিশ স্টেশন ও যাত্রীবাহী বাসে সেনা পোশাক পরিহিত বন্দুকধারীদের হামলায় আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য ও অন্যরা বাসযাত্রী। এই হামলার পিছনে লস্কর-এ-তৈয়বার হাত আছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

সেনা ও পুলিশ সূত্রে জানা যায়, পাক সীমান্ত পেরিয়ে এ দিন ভোরে পাকিস্তানের জম্মু-কাশ্মীরের দিক থেকে ভারতে ঢুকে পড়ে কয়েক জন জঙ্গি। সেনা পোশাক পরে তারা একটি গাড়িতে চলে আসে গুরুদাসপুরে। এর পর অমৃতসর-পাঠানকোট জাতীয় সড়কে জম্মু থেকে পাঞ্জাবে আসা একটি চলন্ত বাসে তারা গুলি চালায়। এতে চার জন যাত্রী গুরুতর জখম হন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পর জঙ্গিরা ঢুকে পড়ে দিনানগর থানায়। পুলিশ কর্মীদের লক্ষ্য করে সেখানে যথেচ্ছ ভাবে গুলি চালায় তারা। ছোড়া হয় গ্রেনেডও। পাঠানপুর-গুরুদাসপুর রেললাইন থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি তাজা বোমা। এ থেকে পুলিশ ধারণা করছে, পরিকল্পনা করেই সর্বোচ্চ ক্ষয়ক্ষতির উদ্দেশে হামলা চালানো হয়েছে।

তিন থেকে চারজন হামলাকারী ছিনতাই করা একটি সাদা মারুতি গাড়িতে পুলিশ স্টেশনে এসে দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করে বলে জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দুকধারীরা স্টেশনের ভেতরেই অবস্থান করছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। ঘটনাস্থলে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা পৌঁছেছেন। পুলিশকে সাহায্য করার জন্য সেখানে পাঠানো হয়ে সেনা সদস্যদেরও।

ওই সীমান্ত এলাকায় ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা অবস্থিত। হামলার পর সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন, পাক সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এছাড়া সকালেই বিষয়টি নিয়ে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G