ভারতে সেনাঅস্ত্রাগারে ভয়াবহ আগুন, নিহত ১৭
প্রতিক্ষণ ডেস্ক
ভারতের নাগপুরের পুলগাঁ এলাকায় অবস্থিত সামরিক বাহিনীর অস্ত্র-গোলাবারুদ ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৭ জন নিহত এবং আহত হয়েছেন আরও ১৯ জন।
মঙ্গলবার (৩১ মে) দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
মহারাষ্ট্রের পুলগাঁওয়ে, সেনাবাহিনীর অস্ত্রাগারে স্থানীয় সময় মধ্যরাতে হঠাৎই হয় বিস্ফোরণ। ওই বিস্ফোরণ থেকে ছড়িয়ে পড়ে আগুন। একসময় যা ভয়াবহ রূপ নেয়। অনেক দূর থেকে দেখা যায় আগুনের লেলিহান শিখা।
ঘটনাস্থলেই নিহত হন বেশ কয়েক জন সেনা সদস্য। সেনাবাহিনীর বিস্ফোরক বিষয়ক বিশেষজ্ঞ জানান, অতিরিক্ত বিপজ্জনক বিস্ফোরক আগুনে পোড়ার হাত থেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েই প্রাণ হারান নিহতরা। এ ঘটনায় আহতও হন কয়েকজন।
সামরিক বাহিনীর ওই কর্মকর্তা জানান, নাগপুর থেকে ১১০ কিলোমিটার দূরে অবস্থিত ওই অস্ত্র-গোলাবারুদ ডিপোতে সোমবার (৩০ মে) দিনগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। তবে ওই এলাকায় নতুন করে ছোটো মাত্রার আরেকটি আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির সামরিক বাহিনী। এছাড়া এ অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের সিএম দেবেন্দ্র ফাদনাভিস।
ঘটনার পরে ডিপোর আশে-পাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রতিক্ষণ/এডি/আরএম