ভারত-বাংলাদেশ কাষ্টমসের প্রতিনিধি দলের বৈঠক

প্রকাশঃ মার্চ ১, ২০১৬ সময়ঃ ২:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩২ অপরাহ্ণ

অনিক চক্রবর্তী (চুয়াডাঙ্গা প্রতিনিধি)

indexচুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার দর্শনা পূর্নাঙ্গ স্থল বন্দর বাস্তবায়নের লক্ষে সীমান্তে ভারত ও বাংলাদেশ কাষ্টমসের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে দর্শনা আই সি পি সীমান্তে ৭৬ নং মেইন পিলারের নিকট এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বক্তারা বলেন, দর্শনা রেল বন্দর, কাষ্টমস, ইমিগ্রেশন পুলিশ, বিজিবিসহ বন্দরের সব অবকাঠামো বিদ্যমান রয়েছে। পূর্নাঙ্গ স্থল বন্দর করতে হলে ভারতের গেদে থেকে ৮ শ মিটার রাস্তা ও বাংলাদেশের দর্শনা মহাসড়ক থেকে ৩ কিলোমিটার রাস্তা প্রসার করে দুদেশের চুক্তি করলে বন্দর চালু সম্ভব।

বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের গেদে কাষ্টমসের রাজস্ব কর্মকর্তা সুশান্ত মালাকার, সুদীপ্ত দাস, সহকারী রাজস্ব কর্মকর্তা সমির সরকারসহ ৬ সদস্যের প্রতিনিধি দল এবং বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাফজুর রহমান মন্জু, চুয়াডাঙ্গা জেলা আ: লীগের সাধারন সম্পাদক আজাদুল ইসলাম, দর্শনা কাষ্টমসের সহকারী কমিশনার আবুল ইসলাম, দর্শনা কাষ্টমস রাজস্ব কর্মকর্তা মোস্তফা কামাল চৌধুরী, সহকারী রাজস্ব কর্মকর্তা লিয়াকত আলী, দর্শনা বিজিবি কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম, বিজিবি পোষ্ট কমান্ডার হাবিলদার নজরুল ইসলাম, ইমিগ্রেশন পুলিশ ইনর্চাজ এস আই শেখ মাহবুব, দর্শনা পুলিশ ইনর্চাজ এস আই ফেরদৌস ওয়াহিদ, চুয়াডাঙ্গা জেলা চেম্বার এন্ড কমার্সের পরিচালক কিশোর কুমার কুন্ডু, হারুন অর রশিদ দর্শনা সি এন্ড এফের সভাপতি খন্দকার শওকত আলী, সাধারন সম্পাদক আতিয়ার রহমান হাবু ।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G