ভারত সরকারকে দুষলেন সুজাতা
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম
অপসারণের পর এই প্রথম মুখ খুললেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব সুজাতা সিং।
এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে সুজাতা তার সুনামকে কালিমালিপ্ত এবং অর্জনকে মুছে ফেলার অভিযোগ এনেছেন মোদি সরকারের বিরুদ্ধে। তার অপসারণের ব্যাপারে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এ ব্যাপারে তার কিছুই করার ছিল না বলে অভিযোগ করেছেন সুজাতা।
এনডিটিভিকে সুজাতা আরও বলেন, বুধবার পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তাকে জানান যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুব্রমানিয়াম জয়শঙ্করকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিতে চাইছেন। এর পর তাকে আগাম অবসরে যাওয়ার অনুরোধ করা হয় বলে সুজাতা জানান। কেন বিষয়টি এত নিচ ও নোংরাভাবে করা হল, সে ব্যাপারে প্রশ্ন রাখেন ৬০ বছর বয়সী সাবেক এই কর্মকর্তা।
সম্মানজনকভাবে চলে যাওয়ার জন্য আগাম অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান সুজাতা।
গত সপ্তাহে ওবামার ভারত সফরে পরমাণু চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে ইঙ্গিত করে সুজাতা জানান, গত ৮ মাসে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তার অর্জনের চেয়ে কম কৃতিত্ব দেওয়া হয়েছে তাকে।
তিনি বলেন, আমি কি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির ব্যাপারে ঐকমত্যে আসার ক্ষেত্রে আমার কৃতিত্ব দাবি করা শুরু করব? দায়িত্ব ও প্রশাসনিক বিষয়েও? বিশ্বাস করুন, এই ইস্যুতে (পরমাণু চুক্তি) কী করতে হবে, কী করা যাবে না এবং কী সিদ্ধান্ত নেওয়া হবেসহ পুরো আলোচনার সঙ্গেই আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে বিষয়টি সমন্বয়ও করেছি আমি।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দিল্লি ছাড়ার এক দিন পর বুধবার সুজাতা সিংকে বরখাস্ত করে মোদি সরকার।
সুজাতার অবসরে যাওয়ার ঠিক সাত মাস আগে অপ্রত্যাশিত এ ঘোষণা আসে। চলতি বছরের ৩১ আগস্ট অবসরে যাওয়ার কথা ছিল সুজাতার। তার পরিবর্তে যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করা সুব্রমানিয়াম জয়শঙ্করকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
দেশটিতে ২৮ বছর আগে এ ধরনের বরখাস্তের ঘটনা ঘটেছিল। ১৯৮৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী পররাষ্ট্র সচিব এ পি ভেঙ্কটশরণকে বরখাস্ত করেছিলেন।
প্রতিক্ষণ /এডি /পারভিন