ভুয়া কলের খপ্পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ৬:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

David_Cameron callব্রিটিশ গোয়েন্দা প্রতিষ্ঠান জিসিএইচকিউ-এর পরিচালক রবার্ট হ্যানিগান পরিচয় দিয়ে এক ব্যক্তি বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মোবাইল ভুয়া ফোনকল করায় হইচই পড়ে যায় বৃটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটে।

ডাউনিং স্ট্রিট কর্তৃপক্ষ বলছে, কথাবার্তার সময় যখন বোঝা যায় যে কলটি ভুয়া মি. ক্যামেরন তখন নিজেই কলটি কেটে দেন।

এহেন অবস্থায় সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তারা বলছে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা বলছেন, কলটি প্রথমে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর দপ্তরে আসে এবং সুইচবোর্ড ঘুরে সেটি প্রধানমন্ত্রীর সরকারি মোবাইল ফোনে পাঠানো হয়।

তারা বলছেন, এই ভুয়া কলের পরও কোন গোপণ তথ্য ফাঁস হয়নি।

প্রধানমন্ত্রীর দপ্তরের পাশাপাশি জিসিএইচকিউ কর্তৃপক্ষও ঘটনাটি তদন্ত করে দেখছে।- বিবিসি

প্রতিক্ষণ /এডি /জেমি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G