অবশেষে চিত্রনায়ক শাকিব খান তার ভক্তদের কাছে তার ভক্তদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন।
মঙ্গলবার রাত ১০টায় একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দেয়ার সময় শাকিব তার ভক্তদের উদ্দেশে এসব কথা বলেন।
শাকিব খান তার কোটি ভক্তদের উদ্দেশে বলেছেন, ভুল-ত্রুটির ঊর্ধ্বে কোনো মানুষ নয়। আর একজন সুপারস্টারের জীবনে অনেক কিছুই ঘটতে পারে। সবকিছুতেই মনে কষ্ট নিতে নেই।
তিনি আরও বলেন, আগের মতো যারা আমার পাশে ছিলেন তারা আগামীতেও আমার পাশে থাকবেন এটাই প্রত্যাশা করি। আর ভক্তদের জন্য আগামীতে আরও ভালো কিছু কাজ নিয়ে আসছি।
শাকিব বলেন, যে রাষ্ট্র যত বড় তার উপর দিয়ে ঝড় বেশি বয়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমার সম্মান আগের মতো সবার কাছে থাকবে। আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা বেশিদিন টিকতে পারবে না। এইসব কুচক্রী লোকের ইন্ধন থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি।
প্রতিক্ষণের/এডি/শাআ