ভূমধ্যসাগরে ‘ডুবন্ত বোট’ থেকে বিপদ সংকেত
আন্তর্জাতিক ডেস্ক
ভূমধ্যসাগরে অভিবাসীবোঝাই একটি ‘ডুবন্ত বোট’ থেকে বিপদ সংকেত পেয়েছে জাতিসংঘের অভিবাসীবিষয়ক সংস্থা (আইওএম)।
ডুবন্ত ওই বোটে প্রায় ৩০০ অভিবাসী রয়েছে বলে আইওএম এর কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন।
আইওএমকে ডুবন্ত বোট থেকে ফোনে এক অভিবাসী জানিয়েছেন, এরই মধ্যে বোটের ২০ জন নিহত হয়েছে। তাদের উদ্ধারের জন্য কমপক্ষে ৩টি বোট (ইঞ্জিনচালিত বড় নৌকা) প্রয়োজন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মন্ত্রীদের আজ লুক্সেমবার্গে ভূমধ্যসাগরে অভিবাসীদের ডুবে মারা যাওয়ার বিষয়টি নিয়ে বৈঠকে বসার কথা।
লিবিয়ার উপকূলে বোট ডুবে প্রায় সাত শতাধিক অভিবাসীর মৃত্যুর পর এ নিয়ে বড় ধরনের তৎপরতা শুরু করেছে ইইউ।
প্রতিক্ষণ/এডি/এআই