ভূয়া কাগজে ৮০ কোটি টাকা উত্তোলনের চেষ্টা, আটক ১১

প্রকাশঃ মার্চ ৮, ২০১৫ সময়ঃ ৯:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

images (1)ভূয়া কাগজ তৈরি করে ৮০ কোটি টাকা তুলে নেওয়ার সময় জালিয়াতি চক্রের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে রাজধানীর গুলশানে ব্রাক ব্যাংকের একটি শাখা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো হাসিবুল হাসান (৩৪), সাব্বির রহমান (২৪), মিরাজুল ইসলাম (৩৪), শাহাবুর রহমান বাবুল (৬৫), নজরুল হক (৪২), খোরশেদ আলম (৩৪), দেলোয়ার হোসেন (৪৫), শাহজাহান (৪২),সেলিম আহমেদ (৪৪), কাজী শাহাদত হোসেন (৫৭) এবং মাহবুবুর রহমান কাজল (৩০)।

আজ দুপুরে ব্রাক ব্যাংকের গুলশান শাখায় জালিয়াতির সময় এ অভিযান চালানো হয়। এসময় চক্রটি সাইফুল ইসলাম নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তির ফিক্সড ডিপোজিট রিটার্নের (এফডিআর) ৯০ কোটি টাকার মধ্যে টাকার ৮০ কোটি টাকা তুলে নেওয়ার চেষ্টা করছিল।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কয়েক দিন আগে চক্রটি জাল আমমোক্তারনামা তৈরি করে প্রবাসী সাইফুলের এফডিআর থেকে থেকে ৮০ কোটি টাকা তোলার জন্য ব্যাংকে যোগাযোগ করে।

ব্যাংক কর্মকর্তাদের সন্দেহ হলে তারা কাগজগুলো যাচাই করে ঘটনাটি পুলিশকে জানান এবং তাদেরকে রোববার টাকা নিতে আসতে বলেন। রোববার দুপুরে ১২টার দিকে দুই জালিয়াত ব্যাংকে ঢুকে কাগজপত্র জমা দেয়।

এ সময় ব্যাংক কর্মকর্তারা তাদেরকে বলেন, বিপুল পরিমাণ টাকা নিতে আরও লোকজন প্রয়োজন, না হয় পথে ঝামেলা হতো পারে। এর কিছুক্ষণ পর চক্রের আরও ৯ সদস্য ব্যাংকে আসলে পুলিশ সবাইকে আটক করে।

 ব্রাক ব্যাংকের গুলশান শাখার ব্যবস্থাপক শেখ মোহাম্মদ আশফাক বলেন, ‘প্রতারক চক্রটি কয়েকদিন ধরে একজন গ্রাহকের অনুপস্থিতিতে নিজেদেরকে আমমোক্তার দাবি করে তার এফডিআর ভাঙিয়ে নেওয়ার চেস্টা করছিল। বিষয়টি সন্দেহ হলে পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়।’

 আটক জালিয়াতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পেশাদার জালিয়াতি চক্রের সদস্য মনে হয়েছে বলে জানিয়েছেন ওসি রফিকুল ইসলাম।

 এ বিষয়ে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার লুৎফুল কবির বলেন,’এতোবড় জালিয়াতির সঙ্গে ব্যাংকের কেউ জড়িত ছিলেন কি না তা তদন্ত করা হবে।’

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G