ভেজাল কিন্ডারজয় চকলেট তৈরির অভিযোগে জরিমানা

প্রকাশঃ জুলাই ২৯, ২০২১ সময়ঃ ১০:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪১ পূর্বাহ্ণ

রাজধানীর লালবাগ এলাকায় শিশু খাদ্য “ভেজাল কিন্ডারজয় চকলেট” তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার( ২৮ জুলাই) বিকাল চারটায় লালবাগ জগন্নাথ সাহা রোডের কিডস্ ফুডস লিমিটেড নামক ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ সঞ্জীব দাশ। ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের সহায়তায় অভিযানটি পরিচালিত হয়।

গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান জানান, ট্রেডমার্ক লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র ও কোনো পেশাদার কেমিস্ট ছাড়াই ফ্যাক্টরিটি পরিচালিত হয়ে আসছিল। অনুমোদন ব্যাতিত শিশু খাদ্য ভেজাল কিন্ডারজয় চকলেট তৈরির অভিযোগে কিডস্ ফুডস ফ্যাক্টরির স্বত্ত্বাধীকারী অশি উদ্দিন শিমুলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারা মতে দুই লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ডিএমপির ভ্রাম্যমান আদালত।

শিশু খাদ্য কিন্ডারজয় চকলেট তৈরির সরঞ্জামাদিসহ ফ্যাক্টরিটি সিলগালা করা হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।

প্রতিক্ষণ/এডি/অনি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G