ভেনিজুয়েলায় ২ দিন কাজ, ৫ দিন ছুটি!

প্রকাশঃ এপ্রিল ২৯, ২০১৬ সময়ঃ ৭:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

e23f4402-0c4e-11e6-84e2-6c3be5bd1e0c

আমরা আরামপ্রিয় বাঙালি ভোরে উঠে অফিসের বাস ধরতে ধরতে কতই না ভেবেছি, যদি এমন হত সপ্তাহে দু দিন ছুটি না হয়ে দু দিন কাজ হত। আর বাকি ৫ দিনই থাকতো ছুটি! তাহলে কত ভালোই না হত! এমনটা এখন কল্পনা নয়, বাস্তবেই ঘটতে চলেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলাতে।

২৬ তারিখ মঙ্গলবার রাতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাই ঘোষণা করেছেন, সমস্ত পাবলিক সেক্টর এখন থেকে শুধু সোম আর মঙ্গলবার খোলা থাকবে। সপ্তাহে মাত্র দুদিনই কাজ চলবে।

তবে এ ঘোষণা নিতান্ত বাধ্য হয়েই দিয়েছেন প্রেসিডেন্ট। ভেনিজুয়েলাতে চলছে ভয়াবহ খরা। পানি সরবরাহের অভাবে শুকনো খটখটে হয়ে গেছে চাষের জমি। প্রত্যেকটি জলবিদ্যুত কেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে গেছে।   তাই যে টুকু বিদ্যুৎ আছে তা বাঁচাতে হবে। বিদ্যুৎ বাঁচাবার জন্যই ভেনিজুয়েলা তাদের কর্মদিবসে পরিবর্তন নিয়ে এসেছে। শুধু শনি, রবি নয়। এবার থেকে সে দেশে সপ্তাহের পাঁচটা দিনই উইকএন্ড। সোজা কথায় ছুটি।

দক্ষিণ আমেরিকার এই দেশের এক তৃতীয়াংশ মানুষ সরকারি কর্মচারী। এবার থেকে সপ্তাহের পাঁচটি দিন তাঁরা অফিসের বদলে বাড়িতেই লোডশেডিং-এ দিন কাটাবেন।

বর্ষাকালে যদি পর্যাপ্ত বৃষ্টি হয়, তাহলেই ফের সচল হবে জলবিদ্যুৎ কেন্দ্রগুলি। মিটবে বিদ্যুৎ ঘাটতি। আর তখনই বদলাবে এই সাপ্তাহিক পাঁচ দিন ছুটির অদ্ভুত রুটিন।

দেশতির প্রাইমারি স্কুলগুলোতেও এখন থেকে শনি, রবির সঙ্গে ছুটি থাকবে শুক্রবারও। এমনিতেই ভেনেজুয়েলার বেশিরভাগ অংশে রোজ দিনে অন্তত চার ঘণ্টা করে পাওয়ার কাট বাধ্যতামূলক। গেরস্থালির সঙ্গে সঙ্গে এই নিয়ম থেকে বাদ যাচ্ছে না শপিং মল আর রেস্তোরাঁগুলোও।

এই মুহূর্তে ভেনেজুয়েলার সামগ্রিক আর্থিক অবস্থাও অত্যন্ত খারাপ। নতুন নোট ছাপাবার জন্যও সরকারে কোষাগারে নোট নেই।

মঙ্গলবার পাঁচ দিনের ছুটি আর লাগাতার পাওয়ার কাটের ঘোষণার সঙ্গে সঙ্গেই উত্তপ্ত হয়ে উঠেছে ভেনেজুয়েলার পরিস্থিতি। জুলিয়া প্রদেশে বাসিন্দারা  খেপে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। হামলা চালানো হয় সরকারি বিদ্যুত্ অফিসের সদর দফতরে। তৈরি হয় দাঙ্গা পরিস্থিতি। জ্বালিয়ে দেওয়া হয় বাস, চালানো হয় লুঠপাট। আরও তিনটি প্রদেশে একই পরিস্থিতি তৈরি হয়েছিল। রাতভর এই অস্থির পরিস্থিতির পর গ্রেফতার করা হয়েছে বহু মানুষকে।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G