মংলায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ৫

প্রকাশঃ মার্চ ১২, ২০১৫ সময়ঃ ৩:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

monglaবাগেরহাটের মংলা বন্দরের শিল্প এলাকায় সেনা কল্যাণসংস্থার নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের ছাদ ধসে ৫ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন। ভবনের ভেতরে আটকা পড়েছেন কমপক্ষে অর্ধশতাধিক শ্রমিক।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

ভবন ধসের ঘটনায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এ পর্যন্ত জীবিত  ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে আহত সাতজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাটের সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমান জানান, দুপুরে সেনাকল্যাণ সংস্থার মংলা সিমেন্ট ফ্যাক্টরির নির্মাণাধীন তিন নম্বর বল রুমে ৫০-৬০ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ বল রুমের ছাদ ধসে পড়লে তারা চাপা পড়েন।

এ পর্যন্ত ১৫  জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হয়েছে। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

প্রতিক্ষণ/এডি/এমদাদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G